Monday, May 23, 2011

অবকাশ

বৃষ্টি ধোঁয়া কৃষ্ণচূড়া পাতা থোকা থোকা লাল ফুল
টাপুর টপুর বৃষ্টিতে পুকুরে ঢেউ এর দোল
কারেন্টের তারে বসে ভিজে কাক করে গোসল
মাটির সোদা গন্ধে মন খায় দোল
শপ শপ শব্দে ভারী হয়ে উঠে প্রকৃতি
তুমি ছিলে পাশে তাই পাল্টে গেল মতি
তোমার ছোঁয়ায় যান্ত্রিক শব্দ থেমে
নাগরিক ওনগর চলেছে বাদশার হারেমে
ছেয়েছে ভাতের মারে সমস্ত আকাশ
দৃষ্টি মার ভেদ করে চলে থামার নাই অবকাশ।রে গোসল
মাটির সোদা গন্ধে মন খায় দোল
শপ শপ শব্দে ভারী হয়ে উঠে প্রকৃতি
তুমি ছিলে পাশে তাই পাল্টে গেল মতি
তোমার ছোঁয়ায় যান্ত্রিক শব্দ থেমে
নাগরিক ওনগর চলেছে বাদশার হারেমে
ছেয়েছে ভাতের মারে সমস্ত আকাশ
দৃষ্টি মার ভেদ করে চলে থামার নাই অবকাশ।

No comments:

Post a Comment

Bijoy 2023